কাপাসিয়ায় স্বতন্ত্র প্রার্থী মেজর শফিউল্লাহ্ মিঠুর গণসংযোগ
- আপডেট সময় : ০৯:৪৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬ ২২ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ (কাপাসিয়া) সংসদীয় আসনের স্বতন্ত্র ফুটবল প্রতীকের এমপি প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর শফিউল্লাহ্ মিঠু গণসংযোগ করেছেন। তিনি কাপাসিয়ার সাবেক সংসদ সদস্য ডা: মুহাম্মদ ছানাউল্লাহ্’র জ্যৈষ্ঠপুত্র।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে উপজেলা সদরের কাপাসিয়া ডিগ্রি কলেজ মোড় থেকে শুরু করে সদরের বিভিন্ন মার্কেটে ও ফুটপাতে দোকানি ও ভোটারদের সঙ্গে গণসংযোগ করে ভোট প্রার্থনা করেন। এসময় তিনি কাপাসিয়া উপজেলার বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

এমপি প্রার্থী মেজর (অব:) মো: শফিউল্লাহ্ মিঠু গণমাধ্যমকর্মীদের বলেন, কাপাসিয়ার জনগণের উন্নয়নের জন্যই তিনি নির্বাচনে এসেছেন।
তিনি আরো বলেন, আমার মরহুম বাবা ডা: মুহাম্মদ ছানাউল্লাহ্ ছিলেন জনগণের সেবক এবং আমিও জনগণের সেবক হিসেবে থাকতে চাই।

















