গাজীপুরে নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- আপডেট সময় : ১১:৩৬:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

জাকারিয়া হোসেন হিমেলঃ
গাজীপুর মহানগরের গাছা থানায় অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ‘নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থা’। মানবিক সহায়তার অংশ হিসেবে গতকাল শুক্রবার সকালে ৩৫ নং ওয়ার্ডের দক্ষিণ কলমেশ্বর এলাকায় স্থানীয় দরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংগঠনের সভাপতি অ্যাডভোকেট সুলতান মাহমুদ রোমেল-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচ্য বিষয় ছিল আর্তমানবতার সেবা। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আলাউদ্দীন-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ আবুবক্কর ছিদ্দিক।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন: বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন খান
বিশিষ্ট ব্যবসায়ী নূর মোহাম্মদ
দক্ষিণ কলমেশ্বর বায়তুল আসাদ জামে মসজিদের খতিব মাওলানা তরিকুল ইসলাম
কর্মসূচিটি সফল করতে নিরলস কাজ করেছেন সংগঠনের সহ-সভাপতি নূর হোসেন মানিক, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম শাওন, মোঃ আলমগীর হোসেন তালুকদার, মোঃ সোলায়মান শাহীন, আফতার উদ্দিন, আবদুল্লাহ, এনামুল হকসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের ন্যায় এবারও সমাজের পিছিয়ে পড়া মানুষের দুঃখ লাঘবে তারা এই উদ্যোগ নিয়েছেন। এদিন এলাকার প্রায় ৫৫টি অসহায় পরিবারের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
সংগঠনের নেতৃবৃন্দ বলেন,
”তীব্র শীতে দরিদ্র মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। মানবিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও জনকল্যাণমূলক এই কার্যক্রম অব্যাহত থাকবে।”
উল্লেখ্য, নবদিগন্ত সমাজ কল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে একটি অলাভজনক ও কল্যাণধর্মী প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় পর্যায়ে শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র্য বিমোচনে নানামুখী সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
















